মে মাসে চীনে নতুন গাড়ি বিক্রি বেড়েছে টয়োটার

বণিক বার্তা ডেস্ক

গত মে মাসে চীনে নতুন গাড়ি বিক্রি বেড়েছে বলে জানিয়েছে টয়োটা মোটর করপোরেশন। নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণে নেয়া লকডাউন শিথিল হওয়ার পরিপ্রেক্ষিতে দেশটিতে যে ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছে, বৃহস্পতিবার প্রকাশিত উপাত্তে তা স্পষ্ট হয়ে উঠেছে। খবর কিয়োদো।

গত মাসে চীনে টয়োটার গাড়ি বিক্রি গত বছরের একই মাসের তুলনায় ২০ দশমিক শতাংশ বেড়ে লাখ ৬৬ হাজার ৩০০ ইউনিটে দাঁড়িয়েছে। এর আগে গত এপ্রিলেও গাড়ি বিক্রি বেড়েছিল শূন্য দশমিক শতাংশ। তবে নভেল করোনাভাইরাস মহামারীতে চীনের অর্থনীতি বিপর্যস্ত হওয়ায় গত মার্চে টয়োটার গাড়ি বিক্রি কমেছিল ১৫ দশমিক শতাংশ।

জাপানের আরেকটি বৃহৎ গাড়ি নির্মাতা কোম্পানি নিশানের বিক্রি দশমিক শতাংশ বেড়ে লাখ ৩০ হাজার ১৬ ইউনিটে দাঁড়িয়েছে। মাজদা মোটর করপোরেশনের বিক্রি ৩১ দশমিক শতাংশ বেড়ে ২২ হাজার ৮৮৬ ইউনিটে দাঁড়িয়েছে। ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফেরার ইঙ্গিতে চীনের গাড়িবাজার যে ফের শক্তিশালী হচ্ছে, মে মাসের উপাত্তে তা স্পষ্ট হয়ে উঠেছে।

এদিকে গত মাসে চীনে হোন্ডা মোটর করপোরেশনের নতুন গাড়ি বিক্রি দশমিক শতাংশ কমে লাখ ৩৪ হাজার ২৩০ ইউনিটে দাঁড়িয়েছে। তবে বিক্রি কমার হার গত এপ্রিলের ১০ শতাংশ এবং মার্চের ৫০ দশমিক শতাংশের চেয়ে বেশ ইতিবাচক বলে মনে করছে কোম্পানিটি।

গত ফেব্রুয়ারিতে টয়োটা হোন্ডার নতুন গাড়ি বিক্রি কমেছিল যথাক্রমে ৭০ দশমিক শতাংশ ৮৫ দশমিক শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন