ভারতে সব কারখানা চালু করছে টাটা মোটরস

বণিক বার্তা ডেস্ক

ভারতের সব কারখানায় কার্যক্রম শুরু করেছে দেশটির গাড়ি নির্মাতা জায়ান্ট টাটা মোটরস। গত মঙ্গলবার কোম্পানিটি জানায়, নিয়ন্ত্রক সংস্থা থেকে ২৭ মে অনুমোদন পাওয়ার পর জামশেদপুরের কারখানাসহ কোম্পানিটির সব কারখানায় পুনরায় কাজ শুরু হয়েছে। খবর পিটিআই।

কোম্পানিটির ৫৯ শতাংশ যাত্রীবাহী গাড়ির শোরুম খুলেছে, যা খুচরো বাজারের ৬৯ শতাংশের প্রতিনিধিত্ব করে। টাটা মোটরসের পক্ষ থেকে জানানো হয়, বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে ৯০ শতাংশ সাপ্লায়ার (সরবরাহকারী) অনুমতি পেয়েছে কাজ করার। তবে এর মধ্যে ৬০ শতাংশ সরবরাহ শুরু করতে সক্ষম হয়েছে। প্রায় ৮০ শতাংশ ডিলার ওয়ার্কশপ টাটা অনুমোদিত সার্ভিস স্টেশনগুলো বাণিজ্যিক গাড়ির জন্য কার্যক্রম শুরু করেছে। যাত্রীবাহী গাড়ির জন্য কার্যক্রম শুরু করেছে ৬৯ শতাংশ ওয়ার্কশপ।

২০২০ সালের ৩১ মার্চ গাড়ি নির্মাতা কোম্পানির কাছে নগদ বা তার সমতুল্য অর্থ ছিল হাজার ৭০০ কোটি রুপি এবং তোলা হয়নি এমন ক্রেডিট ফ্যাসিলিটি ছিল হাজার ৫০০ কোটি রুপি। এছাড়া আরো নগদের পরিমাণ বাড়াতে কোম্পানির পক্ষ থেকে হাজার ৫০০ কোটি রুপির কমার্শিয়াল পেপার ইস্যু করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন