ইন্ডিয়া বদলে সর্বক্ষেত্রে ‘ভারত’ নাম রাখার আবেদন খারিজ

বণিক বার্তা ডেস্ক

ইন্ডিয়া নাম মুছে দেশব্যাপী এর নাম ভারত করার দাবি জানিয়ে দেশটির আদালতে আবেদন করেছিলেন এক ব্যবসায়ী। তবে ভারতীয় সুপ্রিম কোর্ট দাবি আমলে না নিয়ে তা প্রত্যাখ্যান করেছে। খবর পিটিআই।

ভারতের সর্বোচ্চ আদালত বলছেন, এমন ইস্যুতে তারা কোনো ধরনের মধ্যস্থতা করতে চাইছে না। তবে কেন্দ্রীয় সরকার যদি চায়, তাহলে তারা বিষয়টি বিবেচনা করে দেখতে পারে। ভারতীয় গণমাধ্যমে ব্যবসায়ীর নাম প্রকাশ করা হয়নি এখনো। তবে জানা গেছে তিনি দিল্লিতে ব্যবসা করেন।

বুধবার আবেদনের শুনানিতে কোনো মধ্যস্থতা করতে নারাজ বলে জানিয়েছেন আদালত। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এসএ বোবদে বলেন, আমরা এটা করতে পারব না। সংবিধানে ইন্ডিয়াকে ভারতও বলা আছে। তাই নিয়ে কোনো সমস্যা নেই। আবেদনকারী পাল্টা যুক্তি দেন, ভারতের প্রাচীন ইতিহাস থেকে ইন্ডিয়া নাম কখনো ব্যবহূত হয়নি। বরং গ্রিক শব্দ ইন্ডিকা থেকে নেয়া হয়েছে নাম। তার দাবি, ভারত নাম হলে নাগরিকদের ঔপনিবেশিকতার বেড়াজাল থেকে বেরোতে সুবিধা হবে। বহু প্রাচীন যুগ থেকে ভারত মাতা কি জয় স্লোগান দেয়ার কথাও বলেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন