যুক্তরাষ্ট্রে ৫০০ কোটি ডলারের মামলার মুখে গুগল

বণিক বার্তা ডেস্ক

গুগল তাদের বিভিন্ন সেবা ব্যবহারকারীর তথ্য গোপনে সংগ্রহ করছে। এমনকি, ইনকগনিটো মোডে থাকা সত্ত্বেও ব্যবহারকারীদের ট্র্যাক করছে প্রতিষ্ঠানটি। এমন অভিযোগে খোদ যুক্তরাষ্ট্রেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণের একটি ক্লাস অ্যাকশন মামলা দায়ের হয়েছে বৈশ্বিক সার্চ জায়ান্টটির বিরুদ্ধে। খবর সিনেট।

গুগলের বিরুদ্ধে ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ব্রাউজার ইনকগনিটো মোডে থাকলেও ব্যবহারকারীর স্পর্শকাতর তথ্য ইন্টারনেট ব্যবহার ট্র্যাক করে প্রতিষ্ঠানটি। ক্লাস-অ্যাকশন মামলা হলো যেখানে বাদীপক্ষ একজন হলেও তিনি একই ধরনের ঘটনার শিকার অনেকের প্রতিনিধিত্ব করেন মামলার রায় ভুক্তভোগী সবার জন্যই প্রযোজ্য হয়।

অভিযোগে বলা হয়, ক্রোম ব্রাউজারে ইনকগনিটো মোড এবং অন্যান্য ব্যক্তিগত ওয়েব ব্রাউজার মোড ব্যবহার করার সময় যোগাযোগে বাধা সৃষ্টি, ট্র্যাক এবং যোগাযোগের তথ্য সংগ্রহ করে আড়িপাতা গোপনীয়তা আইন ভেঙেছে গুগল।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন