করোনা দিনের গান ‘যখন যুদ্ধে আছি’

ফিচার প্রতিবেদক

করোনাভাইরাসের মহামারীর কারণে আজ বিশ্বব্যাপী উত্কণ্ঠা বিরাজ করছে। দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় কাটছে মানুষের। সময় শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে প্রয়োজন মানসিক শক্তিও। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই ঘরবন্দি মানুষকে মানসিক শক্তি জোগাতে বিভিন্ন কর্মকাণ্ড করে আসছেন দেশের বিনোদন অঙ্গনের শিল্পীরা। করোনা নিয়ে অনেক গান রচিত হয়েছে। সময়ে সময়ে তাতে কণ্ঠ দিয়েছেন অনেক সংগীতশিল্পী।

এবার করোনা যুদ্ধ জয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে আসছেন চার শিল্পী। মাহাদী ফয়সাল, এলিটা করিম, পড়শী মাহতিম সাকিবের কণ্ঠে এবার শোনা যাবে করোনা দিনের নতুন গান যখন যুদ্ধে আছি

করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। এতে সুর দিয়েছেন শাহবাজ খান পিলু সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। শিগগিরই গানটি গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। এছাড়াও গানটি দেশের

অডিও স্ট্রিমিং পোর্টাল অ্যাপসগুলোয় প্রকাশ করা হবে।

এর আগে এসো সবাই শিরোনামে গানচিলের ব্যানারে একটি গান তৈরি করা হয়। যেখানে দেশের প্রায় ১২৫ জন স্বনামধন্য ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন বাপ্পা মজুমদার, কণা, এলিটা, ঐশীসহ আরো বেশ কজন কণ্ঠশিল্পী।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন