৮ জুন থেকে খুলছে সোনাগাঁও হোটেল

নিজস্ব প্রতিবেদক

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল আবার খুলছে। কভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে দুই মাসাধিককাল বন্ধ থাকার পর আগামী ৮ জুন থেকে হোটেলটি অথিতিদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

আজ মঙ্গলবার (২ জুন) হোটেল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোটেলে কভিড-১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে অতিথি ও স্টাফদের জন্য নতুন নিরাপত্তা প্রটোকল থাকবে। এ ব্যাপারে সব স্টাফকে প্রশিক্ষণ দেয়া হবে। এবং অতিথিদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য থাকবে চিকিৎসক ও নার্স। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা এবং প্যান প্যাসিফিক হোটেলস গ্রুপের নীতি ও প্রটোকল অনুযায়ী ব্যাপকভিত্তিক জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া অনুসরণ করা হবে। সেই সঙ্গে  ডাইভার্স স্যানিটাইজেশন করপোরেশনের ‘নিরাপত্তা সনদ’ নিয়েই কার্যক্রম শুরু করা হবে। 

ব্যবস্থাপনা স্টাফদের এমনভাবে প্রশিক্ষণ দেয়া হবে যাতে তারা অতিথিদের সব ধরনের প্রশ্নের জবাব দিতে পারেন। আর অতিথিদের অবশ্যই মাস্ক পরে থাকতে এবং হোটেলের সর্বত্র হ্যান্ড স্যানিটাইজার রাখা হবে। এ ব্যাপারে অতিথিদেরও সহযোগিতা করার আহ্বান জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন