সিলেটে হাজার পেরোল করোনার সংক্রমণ

বণিক বার্তা প্রতিনিধি সিলেট

সিলেট বিভাগে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। গতকাল ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৩ জন। ফলে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে হাজার ৪০।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয় গত এপ্রিল। এর মাত্র ৫৬ দিনেই আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল। পুরো বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রোগী সিলেট জেলায়। জেলায় এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৫৫ জন। এছাড়া সুনামগঞ্জে ১৬৫, হবিগঞ্জে ১৯২ মৌলভীবাজারে ১২৮ জন করোনা রোগী আছে। বিভাগে করোনা আক্রান্তদের মধ্যে মারা গেছে ১৯ জন আর সুস্থ হয়েছে ২৫০ জন।

সিলেট করোনা আইসোলেশন সেন্টারের সভাপতি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির চক্রবর্তী বলেন, প্রথমদিকে সিলেটে করোনার সংক্রমণে ধীরগতি দেখা গেলেও এখন তা দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই সাবধানতা অবলম্বনের কোনো বিকল্প নেই। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললেই ভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন