বর্তমান প্রেক্ষাপটে প্রযুক্তিই মূল চালিকাশক্তি —আইসিটি প্রতিমন্ত্রী

তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষা, স্বাস্থ্যসহ সব বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রযুক্তিই হচ্ছে একমাত্র চালিকাশক্তি। গতকাল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনলাইন ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের আক্রমণের ফলে সংকটময় মুহূর্তে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ দেশের শিক্ষা, চিকিৎসা খাদ্য ব্যবস্থাপনায় সহযোগিতায় কাজ করে চলছে।  করোনা মহামারীর সময় হয়তো স্বল্পমেয়াদি থাকছে না, বরং এর সময় দীর্ঘও হতে পারে। তাই আমাদের নতুন এই পরিবর্তিত পৃথিবীতে সবকিছু মানিয়ে নেয়ার পাশাপাশি অভ্যস্ত হওয়ার জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই।

সময় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন