গত মাসে বিজিবির অভিযানে ২২ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মাসে (মে) দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ২২ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান মাদকদ্রব্য জব্দ করেছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ইয়াবাফেনসিডিল, বিদেশী মদ, বিয়ার, গাঁজা, হেরোইন, উত্তেজক ইনজেকশন। চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে প্রসাধনী, শাড়ি, তৈরি পোশাক, থান কাপড়। এছাড়া ৬০০ কেজি কয়লা, চারটি প্রাইভেটকার মাইক্রোবাস, তিনটি পিকআপ, দুটি ট্রাক, ১২টি সিএনজি চালিত অটোরিকশা এবং ৭০টি মোটরসাইকেল জব্দ করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বন্দুক, একটি পাইপ গান এবং তিন রাউন্ড গুলি। এছাড়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৬১ জন চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২১ জন বাংলাদেশী নাগরিক একজন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন