নওগাঁ বিসিক শিল্পনগরী

উৎপাদিত হচ্ছে দৈনিক ২০ হাজার লিটার ভোজ্যতেল

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও নওগাঁ বিসিক শিল্পনগরীতে স্থাপিত চারটি অটো অয়েল মিল চালু রয়েছে। এগুলোতে পুরোদমে উৎপাদন অব্যাহত রয়েছে। এসব মিলে দৈনিক ২০ হাজার লিটার ভোজ্যতেল এবং ৩৬ হাজার কেজি খৈল উৎপাদিত হচ্ছে। অত্যন্ত মানসম্মত ভোজ্যতেল দেশের বিভিন্ন এলাকায় বিপণনের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতেও রফতানি হচ্ছে।

শিল্পনগরী কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম জানান, স্বাস্থ্যবিধি মেনে ২৪ ঘণ্টা অটো অয়েল মিলগুলো তাদের উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। করোনাকালে বাজারে সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে এসব কারখানার অবদান প্রশংসা করার মতো। পাশাপাশি উৎপাদিত তেল খৈল স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে, এমনকি বিদেশেও রফতানি হচ্ছে।

জানা গেছে, বিসিক প্রধান কার্যালয়ের নির্দেশনায় গঠিত মনিটরিং টিম এসব কারখানা নিয়মিত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মনিটরিং টিমের সদস্যরা কারখানার শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী যেমন মাস্ক, গ্লাভস, হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে ইত্যাদির ব্যবস্থা নিশ্চিত করে উৎপাদনকাজ অব্যাহত রাখতে প্রতিটি শিল্প মালিককে নির্দেশনা দিচ্ছেন।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন