১০০ কেজি ওজনের মাছ অনুদান দিল জেলেরা

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের পাঁচ জেলে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় তাদের একটাই লক্ষ্য ছিল স্থানীয় স্বাস্থ্যকর্মীদের খাওয়ানো। সৌভাগ্যবশত তারা প্রায় ১০০ কেজি ওজনের দুটি টুনা মাছ ধরেছিল। বিশালাকৃতির টুনা দুটি সামুদ্রিক খাবার বিতরণকারীদের কাছে পাঠানো হয় এবং তারা রান্না করে ৩০০টিরও বেশি খাবার বাটি প্রেরণ করে। এরপর খাবারগুলো হনুলুলুর স্ট্রাব মেডিকেল সেন্টার এবং দ্য কুইনস মেডিকেল সেন্টারে সরবরাহ করা হয়।

মত্স্যজীবীদের একজন ছিলেন হাওয়াই স্কিন ডাইভার টিভির ডাইভিং শোর নির্বাহী প্রযোজক কাইল নাকামোটো। তিনি সিএনএনকে বলেন, আমরা ভাগ্যবান ছিলাম। আমরা প্রায় ১০০ কেজি ওজনের দুটি ইয়োলোফিন টুনা ধরতে পেরেছিলাম।

স্ট্রাব মেডিকেল সেন্টারের প্রধান পরিচালন কর্মকর্তা ট্র্যাভিস ক্লেগ বলেন, চলমান মহামারীতে রোগী সম্প্রদায়ের মানুষদের সেবায় ফ্রন্টলাইনে থাকা আমাদের কর্মীদের জন্য যে সমর্থন উদারতা দেখানো হয়েছে তা দেখে আমি আভিভূত হয়েছি।

মাছ ধরতে যাওয়া দলটি হাওয়াই স্কিন ডাইভার টিভির জন্য একটা পর্বও ক্যামেরাবন্দি করেছে। যেখানে স্বাস্থ্যকর্মীদের জন্য মাছ ধরতে যাওয়ার পুরো ঘটনাটা দেখানো হবে।

সিএনএন

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন