দুই দশকের সর্বনিম্ন প্রান্তিক প্রবৃদ্ধি ভারতের

বণিক বার্তা ডেস্ক

২০১৯-২০ অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধির দশমিক শতাংশে দাঁড়িয়েছে, যা দুই দশকের মধ্যে সর্বনিম্ন প্রান্তিক প্রবৃদ্ধি। গত সপ্তাহে প্রকাশিত সরকারি উপাত্তে তথ্য উঠে এসেছে। খবর এএফপি, পিটিআই।

যেমনটা আশঙ্কা করা হচ্ছিল তা- সত্যি হলো। নভেল করোনাভাইরাস সংক্রমণের জেরে ২০১৯-২০ অর্থবছরের শেষ ত্রৈমাসিকে বড় ধাক্কা খেল ভারতের প্রবৃদ্ধি। গত প্রান্তিকে যেখানে দশমিক শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, সেখানে ২০১৮-১৯ অর্থবছরের একই সময়ে দশমিক শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, গত আট বছরের মধ্যে রকম গভীর সংকটের মুখোমুখি হতে হয়নি ভারতীয় অর্থনীতিকে। আগামী দিনে যে আরো খারাপ সময় আসতে চলেছে, তা পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছে। এতে বিড়ম্বনা বাড়ল নরেন্দ্র মোদি সরকারের। ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে আরো সহায়তা প্যাকেজের দাবি উঠেছে। সরকারি ফলাফলের পরিপ্রেক্ষিতে আগামী দিনেও সরকারের উপরে প্রণোদনা প্যাকেজের দাবি বাড়বে বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে ঋণে সুদহার কমানো নিয়ে বেশ চাপের মুখে পড়তে পারে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে (আরবিআই)

নভেল করোনাভাইরাস মহামারীর কালো ছায়া পড়েছে ২০১৯-২০ অর্থবছরের সামগ্রিক জিডিপির ওপরও। গত প্রান্তিকের সঙ্গে শেষ হওয়া সর্বশেষ অর্থবছরে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল মাত্র দশমিক শতাংশ, যা গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন। মহামারীর আগে গত অর্থবছরে শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল আরবিআই। ২০১৮-১৯ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল দশমিক শতাংশ। নভেল করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন জারি করায় দেশটির অর্থনীতি বেশ চাপে পড়ে। এখন কীভাবে দেশের অর্থনীতি ফের চালু করা যায়, নিয়ে ব্যতিব্যস্ত রয়েছে বিজেপি সরকার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন