এপ্রিল-মে মাসের সঞ্চয়ী আমানতে বিলম্ব ফি মওকুফ

বণিক বার্তা অনলাইন

গত এপ্রিল-মে মাসের ডিপিএস বা অন্য কোনো সঞ্চয়ী হিসাবের বকেয়া কিস্তির টাকায় কোনো বিলম্ব ফি নেয়া হবে না। তবে এ দুই মাসের নির্ধারিত কিস্তি পরিশোধের জন্য আগামী ২০ জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে কারো থেকে অতিরিক্ত অর্থ নিলে তা ফেরত দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

আজ সোমবার ( ১ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি হয়েছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে ঘরে থাকার নির্দেশনা দেয় সরকার। এই সময়ে সীমিত সময়ের জন্য ব্যাংক খোলা থাকলেও জরুরি কাজ ছাড়া কাউকে না যেতে নির্দেশনা দেয়া হয়।

ফলে অনেক আমানতকারীর পক্ষে তাদের ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) ও বিভিন্ন সঞ্চয়ী আমানতের কিস্তি নির্ধারিত সময়ে ব্যাংকে জমা দেয়া সম্ভব হয়নি। এ কারণেই বিলম্ব ফি মওকুফের এ পদক্ষেপ- এমনটিই জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন