সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের ছাতকে করোনায় আক্রান্ত হয়ে আব্দুল হক (৫০) নামের এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টায় সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি শেষ নিঃশাস ত্যাগ করেন।

গত ২৮ মে ওষুধ ব্যবসায়ী আব্দুল হকের নমুনা সংগ্রহ করা হয় এবং ওই দিনই তাকে সিলেটের শামছুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা শেষে জানানো হয় তিনি করোনা আক্রান্ত হয়েছেন। আজ দুপুর ২টায় ওখানেই তিনি মারা যান।

ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী জানান, জ্বর-সর্দিসহ করোনা উপসর্গ থাকায় স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হবে বলে জানান।

আব্দুল হক জেলার ছাতক উপজেলার কৈতক হাসপাতালের সামনে ওষুধের ব্যবসা রয়েছে। ওই ওষুধ ব্যবসায়ীর বাড়ি ছাতকের রাউলী গ্রামে। 

এদিকে গতকাল সুনামগঞ্জে ১৬ জন র‌্যাব সদস্যসহ নতুন করে ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন ছাতক উপজেলায় ২, জগন্নাথপুরে ১, সুনামগঞ্জ সদরে ১ এবং দোয়ারাবাজার উপজেলায় ১ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৬৫জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬১জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামছুদ্দিন আহমদ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন