এবারের বাজেট অধিবেশনে সাংবাদিকরা উপস্থিত থাকতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক

জুন জাতীয় সংসদে বসছে বাজেট অধিবেশন আগামী ১০। কভিড-১৯ রোগের সংক্রমণ প্রতিরোধে অধিবেশনের কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত অধিবেশন হতে সংবাদ সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বাজেট অধিবেশনে সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আগামী ১১ জুন ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পরপরই বিকাল সোয়া ৩টায় সংসদ ভবনস্থ মিডিয়া সেন্টার হতে সুশৃঙ্খলভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে 'বাজেট ডকুমেন্টস' বিতরণ করা হবে। এক্রিডিটেশন কার্ড প্রদর্শনপূর্বক সংসদ চত্বরে প্রবেশ করে বাজেট ডকুমেন্টস গ্রহণ করা যাবে। 

বিজ্ঞপ্তিতে প্রত্যেক গণমাধ্যম হতে একজনের অধিক সদস্য প্রেরণ না করার জন্য অনুরোধ জানানো হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন