চট্টগ্রামে আরও ১১৮ জনের করোনা শনাক্ত

শনাক্তের হার ২৯ শতাংশ

নিজাস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে ৪০৯ জনের নমুনা পরীক্ষা করে আরও ১১৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের ৯১ জন ও উপজেলা পর্যায়ে ২৭ জন রয়েছেন। জেলাটিতে গেল ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ শতাংশ। যেখানে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, শনাক্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ। 

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গতকাল রোববার চট্টগ্রাম  মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৭২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৯৫ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে মহানগর এলাকার ৮৯ জন আছেন। বাকি ৬ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে রোববার ১৩০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ২৩ জনের করোনা মিলেছে। এর মধ্যে ২ জন নগরের ও ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানিয়েছেন, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নতুন শনাক্ত ২৭ জনের মধ্যে বাঁশখালীর ২ জন, আনোয়ারার ২ জন, চন্দনাইশের ১ জন, পটিয়ার ১ জন,  বোয়ালখালীর ১২ জন, রাউজানের ৩ জন, হাটহাজারীর ২ জন ও সীতাকুন্ডের ৪ জন আছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত ২ হাজার ৯৮৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৭৬ জন। সুস্থ হয়েছেন অন্তত ২১৭ জন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন