যশোর বোর্ডে জিপিএ ৫ প্রাপ্তিতে উল্লম্ফন

বণিক বার্তা প্রতিনিধি যশোর

এবারের এসএসসি পরীক্ষায় যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে জিপিএ প্রাপ্তিতে বড় ধরনের উল্লম্ফনের ঘটনা ঘটেছে। গত বছরের তুলনায় এবার প্রায় চার হাজার বেশি শিক্ষার্থী জিপিএ পেয়েছে। তবে বোর্ডে পাসের হার কিছুটা কমেছে।

বোর্ড সূত্রে জানা গেছে, বছর যশোর বোর্ডে মোট লাখ ৬০ হাজার ৬৩৫ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে লাখ ৪০ হাজার ২৪৩ জন। পাসের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ। জিপিএ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন।

গত বছর যশোর বোর্ডে মোট লাখ ৮২ হাজার ৩১০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছিল লাখ ৬৫ হাজার ৬৮৮ জন। ওই সময়ে বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৮৮ শতাংশ এবং জিপিএ পেয়েছিল হাজার ৯৪৮ জন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, বছর যশোর বোর্ডের ফলাফলে জিপিএ প্রাপ্তিতে বড় সাফল্য পাওয়া গেছে। পাসের হার সামান্য কমলেও তা অন্যান্য বোর্ডে তুলনায় ভালো।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন