বরিশালে বেড়েছে পাসের হার ও জিপিএ ৫

বণিক বার্তা প্রতিনিধি বরিশাল

এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার জিপিএ প্রাপ্তি দুটোই বেড়েছে। গতকাল ঘোষিত ফলাফলে দেখা গেছে, বোর্ডে ৭৯ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর জিপিএ পেয়েছে হাজার ৪৮৩ জন।

বোর্ড সূত্রে জানা গেছে, বরিশাল শিক্ষা বোর্ডের অধীন এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল লাখ ১২ হাজার ৪৩৬ জন। এর মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৬১৬ জন। অর্থাৎ ৭৯ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৪১ শতাংশ।

এবার বোর্ডে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে হাজার ১০৯ জন ছেলে এবং হাজার ৩৭৪ জন মেয়ে জিপিএ পেয়েছে। মোট জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হাজার ৪৮৩ জন। গত বছর বোর্ডে জিপিএ পেয়েছিল হাজার ১৮৯ জন।

এবার সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে বিজ্ঞান বিভাগে। বিভাগে ২৫ হাজার ৭৭৩ জনের মধ্যে পাস করেছে ২৩ হাজার ৬৫৯ জন, পাসের হার ৯১ দশমিক ৮০ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন