দিনাজপুর বোর্ডে কমেছে পাসের হার

বণিক বার্তা প্রতিনিধি দিনাজপুর

চলতি বছরের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। গতকাল ঘোষিত ফলাফলে দেখা গেছে, এবার বোর্ডে ৮২ দশমিক ৭৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর জিপিএ পেয়েছে ১২ হাজার ৮৬ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. তোফাজ্জুর রহমান জানান, এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ২৭১টি কেন্দ্রে হাজার ৬৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের লাখ ৯২ হাজার ৯৭৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এবার পাস করেছে হাজার ৩৭ হাজার ৬৪৭ জন। জিপিএ পেয়েছে ১২ হাজার ৮৬ জন। বোর্ডে সামগ্রিক পাসের হার ৮২ দশমিক ৭৩ শতাংশ, যা গত বছর ছিল ৮৪ দশমিক ১০ শতাংশ।

তিনি জানান, এবার শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১২২টি। একজনও পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা মাত্র একটি।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন