কিশোরগঞ্জে করোনা পরীক্ষায় ল্যাবের উদ্বোধন

মুশফিকুর রহমান কিশোরগঞ্জ

নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তে কিশোরগঞ্জে পরীক্ষাগারের (ল্যাব) উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে সদরের যশোদল এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাব উদ্বোধন করা হয়। আজ থেকে ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হবে।

ল্যাবের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হোসেন আবদুল মান্নান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ডা. সজল কুমার সাহা জানান, এতদিন কিশোরগঞ্জ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হতো ঢাকার বিভিন্ন ল্যাবে। সেখান থেকে নমুনা পরীক্ষার ফলাফল এসে পৌঁছাত তিন থেকে চারদিন পর। কখনোবা তারও বেশি সময় লাগে। এখন স্থানীয়ভাবে ল্যাব চালু হওয়ায় আর বাড়তি সময় লাগবে না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন