সিঙ্গাপুরে বিনিয়োগ প্রতিশ্রুতি

চার মাসেই পুরো বছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেল

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বের অর্থনীতিতেই স্থবিরতা নেমে এসেছে। তবে এর মধ্যেও বিনিয়োগে ঈর্ষণীয় গতিশীলতা ধরে রেখেছে দক্ষিণপূর্ব এশীয় বিজনেস হাব সিঙ্গাপুর। চলতি বছরের প্রথম চার মাসেই দেশটি হাজার ৩০০ কোটি সিঙ্গাপুর ডলারের (৯২০ কোটি মার্কিন ডলার) বিনিয়োগ প্রতিশ্রুতি পেয়েছে, যা পুরো বছরের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। সিঙ্গাপুরের বাণিজ্য শিল্পমন্ত্রী চ্যান চুন সিং শনিবার সংবাদ সম্মেলন ফেসবুকে এক পোস্টে তথ্য জানিয়েছেন। খবর ব্লুমবার্গ।

চলতি বছর ৮০০ কোটি থেকে হাজার কোটি সিঙ্গাপুর ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি পাওয়ার প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল দেশটি। সে হিসাবে বছরের প্রথম চার মাসেই লক্ষ্যমাত্রার থেকে হাজার কোটি সিঙ্গাপুর ডলার বেশি বিনিয়োগ পেতে যাচ্ছে তারা। আর বিনিয়োগ করা হবে ইলেকট্রনিকস এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির মতো খাতগুলোয়।

নভেল করোনাভাইরাসের কারণে সিঙ্গাপুরে রিটেইল পর্যটন চাহিদা কমে গেছে। এর কারণে চাকরি হারিয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক কর্মী। ফলে সার্বিকভাবে দেশটিতে বেকারত্বও বেড়ে গেছে। অবস্থায় মাইক্রন টেকনোলজিস ইনকরপোরেশন, লাজাদা গ্রুপ শপির মতো সিঙ্গাপুরভিত্তিক কোম্পানিগুলো নতুন কর্মী নিয়োগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

শিল্পমন্ত্রী চ্যান চুন সিং বলেছেন, কর্মসংস্থান ব্যবসা খাতকে সহায়তার লক্ষ্যে সরকার পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। এদিকে সিঙ্গাপুরভিত্তিক দৈনিক স্ট্রেইটস টাইমসের একটি প্রতিবেদনে চ্যান চুন সিংয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, সেপ্টেম্বরে দেশটিতে গ্রাঁ প্রি মোটর রেসের আয়োজন করা হবে কিনা, সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেয়া হবে।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন