পিআইএফে ৪ হাজার কোটি ডলার সরাল সৌদি আরব

বণিক বার্তা ডেস্ক

রাষ্ট্রায়ত্ত তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে ১৫ হাজার কোটি সৌদি রিয়াল বা হাজার কোটি ডলার সরাল সৌদি আরব। বাজারে চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিনিয়োগ প্রকল্প শুরুতে অর্থ স্থানান্তর করা হয়েছে। খবর ব্লুমবার্গ।

শুক্রবার সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) কাছে পাঠানো এক বিবৃতিতে অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান বলেন, বিনিয়োগ তহবিলটির সক্ষমতা বৃদ্ধিতে গত মার্চ এপ্রিলে জরুরি ভিত্তিতে ওই অর্থ স্থানান্তর করা হয়েছে।

বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতায় বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রফতানিকারক দেশটি যে মারাত্মক আর্থিক চাপের মধ্যে রয়েছে, তহবিলে অর্থ সরানোর মাধ্যমে তা স্পষ্ট হয়ে উঠেছে।

আল-জাদান বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ স্থানান্তরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ মারাত্মকভাবে কমে আসবে। গত মার্চে সৌদি আরবের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঐতিহাসিক পতন হয়েছে। চলতি সপ্তাহে গত এপ্রিলের উপাত্ত প্রকাশ হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন