বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোনেমের জীবনাবসান

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট ব্যবসায়ী এম আব্দুল মোনেম মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন) গতকাল সকাল ১০টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে গত ১৭ মে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আব্দুল মোনেমকে হাসপাতালে ভর্তি করা হয়।

আবদুল মোনেম নিজের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতিও আব্দুল মোনেম। ১৯৮৪ থেকে ১৯৯৪-৯৫ মৌসুম পর্যন্ত ঢাকার মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। তার সময়ে ফুটবল লিগে ১৯৮৬, ১৯৮৭ ১৯৮৮ সালে হ্যাটট্রিক শিরোপা জেতে ঐতিহ্যবাহী ক্লাবটি।

ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, আব্দুল মোনেম ১৯৫৬ সালে নিজের নামে আব্দুল মোনেম লিমিটেড প্রতিষ্ঠা করে ব্যবসা শুরু করেন। এরপর এর অধীনে একে একে নির্মাণ, খাদ্য, পানীয়, ওষুধ অর্থনৈতিক অঞ্চলসহ নানা খাতে ব্যবসা চালু করেন তিনি। এর মধ্যে দেশের অবকাঠামোগত উন্নয়নে নেতৃত্ব দেয়ার লক্ষ্য নিয়ে ১৯৫৭ সালে গড়ে তোলেন এএমএল কনস্ট্রাকশন। প্রতিষ্ঠার পর থেকে বিশ্বব্যাংক, এডিবি জাইকার অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পসহ দেশের বড় নির্মাণ প্রকল্প পরিচালনা করে প্রতিষ্ঠান।

এরপর ১৯৬৪ সালে ইগলু আইসক্রিম ইউনিট, ১৯৮৩ সালে কোকা-কোলা বেভারেজ ইউনিট২০০০ সালে এএম ম্যাংগো পাল্প প্রসেসিং, ২০০৪ সালে ইগলু ফুডস, ড্যানিশ বাংলা ইমালসন, এএম সিকিউরিটিজ ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ইগলু ডেইরি প্রডাক্টস লিমিটেড, ২০০৬ সালে মোনেম বিজনেস ডিস্ট্রিক্ট, ২০০৭ সালে আব্দুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেড এএম এনার্জি লিমিটেড, ২০০৮ সালে নোভাস ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ২০১০ সালে এএম আসফাল্ট অ্যান্ড রেডিমিক্স লিমিটেড, ২০১২ সালে এএম অটো ব্রিকস লিমিটেড, ২০১৪ সালে এএম ব্র্যান অয়েল কোম্পানি এবং ২০১৫ সালে মুন্সীগঞ্জের দাউদকান্দিতে ২১৬ একর জমির ওপর আব্দুল মোনেম ইকোনমিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠান দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপে পরিণত হয়েছে। এএম বেভারেজ ইউনিটের অধীনে এএমএল কোকা-কোলা ব্র্যান্ডের কোকা-কোলা, ফান্টা স্প্রাইট বোতলজাত করে আসছে আব্দুল মোনেম লিমিটেড। বর্তমানে এসব প্রতিষ্ঠানে ১০ হাজারের বেশি জনবল কর্মরত রয়েছে।

তার দুই ছেলে এএসএম মাইনুদ্দিন মোনেম এএসএম মহিউদ্দিন মোনেম আব্দুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক।

এদিকে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোনেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এক শোকবার্তায় তিনি বলেন, আব্দুল মোনেম বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নের পুরোধা ব্যক্তিত্ব, বিশেষ করে নির্মাণ খাতের অন্যতম দিকপাল। তার মৃত্যুতে ব্যবসায়ী মহলের পাশাপাশি বাংলাদেশের সর্বস্তরের জনগণও গভীরভাবে শোকাবিভূত।শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান সালমান এফ রহমান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন