২০১৯-২০ অর্থবছর

ভারতে সোয়া সাত লাখ টন প্রাকৃতিক রাবার উৎপাদন

বণিক বার্তা ডেস্ক

ভারতে গত এপ্রিলে ২০২০-২১ অর্থবছর শুরু হয়েছে। বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে দেশটির প্রাকৃতিক রাবার উৎপাদনে চাঙ্গা ভাব বজায় ছিল। সময় ভারতে পণ্যটির উৎপাদন আগের অর্থবছরের তুলনায় প্রায় সাড়ে শতাংশ বেড়ে সাত লাখ টন ছাড়িয়ে গেছে। দেশটির ন্যাশনাল রাবার বোর্ডের সম্প্রতি প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস লাইন ইকোনমিক টাইমস।

প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশগুলোর শীর্ষ তালিকায় ভারতের অবস্থান বিশ্বেব চতুর্থ। দেশটির রাবার বোর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে ভারতে সব মিলিয়ে লাখ ১২ হাজার টন প্রাকৃতিক রাবার উৎপাদন হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে পণ্যটির উৎপাদন বেড়েছে দশমিক শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরের পর বিদায়ী অর্থবছরে প্রথমবারের মতো ভারতে প্রাকৃতিক রাবার উৎপাদন সাত লাখ টন ছাড়িয়েছে।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক কেএন রাঘবন বলেন, প্রাকৃতিক রাবার উৎপাদন বাড়াতে সরকারি পৃষ্ঠপোষকতায় মাঠ পর্যায়ে নানা উদ্যোগ নেয়া হয়েছে। বাড়ানো হয়েছে রাবার চাষের আওতায় জমির ব্যবহার। চাষীদের প্রশিক্ষণ প্রদানসহ চাষে আগ্রহ বাড়াতে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। এসব উদ্যোগের দৃশ্যমান সফলতা মিলতে শুরু করেছে। পাঁচ বছরের মধ্যেই প্রাকৃতিক রাবারের সম্মিলিত উৎপাদন সাত লাখ টনের উপরে উন্নীত করা সম্ভব হয়েছে।

রাবার বোর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী অর্থবছরে ভারতে সব মিলিয়ে লাখ ৫০ হাজার হেক্টর জমিতে প্রাকৃতিক রাবার চাষ করা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় সময় দেশটিতে পণ্যটির চাষের আওতায় জমির ব্যবহার বেড়েছে ৪০ হাজার হেক্টর। এর মধ্যে সরাসরি রাবার বোর্ডের তত্ত্বাবধানে চার হাজার হেক্টর জমি ছিল।

এদিকে ভারতে উৎপাদন বাড়লেও প্রাকৃতিক রাবারের অভ্যন্তরীণ ব্যবহারে পতন দেখা গেছে। রাবার বোর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮-১৯ অর্থবছরে ভারতে প্রাকৃতিক রাবারের ব্যবহারের পরিমাণ ছিল ১২ লাখ ১১ হাজার ৯৪০ টন। আর সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরে দেশটিতে প্রাকৃতিক রাবারের ব্যবহার কমে দাঁড়িয়েছে ১১ লাখ ৩৪ হাজার ১২০ টনে। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ভারতে পণ্যটির ব্যবহার কমেছে ৭৭ হাজার ৮২০ টন।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরে ভারতে সম্মিলিত ব্যবহারের তুলনায় লাখ ২২ হাজার ১২০ টন কম প্রাকৃতিক রাবার উৎপাদন হয়েছে। বাড়তি অভ্যন্তরীণ চাহিদা আমদানি করা রাবার দিয়ে পূরণ করেছে দেশটি।

তবে ঘাটতি থাকার পরও ২০১৯-২০ অর্থবছরে ১২ হাজার ১৯৪ টন প্রাকৃতিক রাবার রফতানি করেছে ভারত। এর আগের অর্থবছরে দেশটি থেকে সব মিলিয়ে হাজার ৫৫১ টন প্রাকৃতিক রাবার রফতানি হয়েছিল বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতের রাবার বোর্ড। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ভারত থেকে পণ্যটির রফতানি বেড়েছে হাজার ৬৪৩ টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন