করোনাভাইরাসে বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তফা কামালের মৃত্যু

বণিক বার্তা অনলাইন

বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। 

আজ রোববার দুপুরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । তার বয়স হয়েছিল ৭৬ বছর।

জানা গেছে, প্রবীণ এই টেলিভিশন ব্যক্তিত্ব গত ১১ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছিল।

১৯৬৭ সালে পিটিভিতে যোগ দেন মোস্তফা কামাল সৈয়দ। ১৯৭০ সালের নির্বাচনের সময় সব অনুষ্ঠান প্রযোজনার দায়িত্ব পালন করেন তিনি। এরপর দীর্ঘ দিন বিটিভিতে অনুষ্ঠান প্রযোজনার পর প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পদেও অধিষ্ঠিত হন। 

সরকারি চাকরি থেকে অবসর নেন ২০০২ সালে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন