লা লিগা শুরু ১১ জুন

বণিক বার্তা ডেস্ক

লিওনেল মেসিদের লিগ শুরুর ঘোষণা এসেছে। আগামী ১১ জুন শুরু হবে স্প্যানিশ লা লিগা। এর আগে কভিড-১৯ মহামারীর কারণে গত ১২ মার্চ লিগ বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক তিন মাস পর শুরু হতে যাওয়া লিগের প্রথম ম্যাচে রিয়াল বেতিসের মুখোমুখি হবে সেভিয়ার। দর্শকশূন্য মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১২ সেপ্টেম্বর লিগের পরবর্তী মৌসুমও শুরু হবে।

লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস বলেছেন, মৌসুম শেষ করতে পারা গুরুত্বপূর্ণ বিষয় হবে। ১২ সেপ্টেম্বর পরবর্তী মৌসুম শুরু করতে পারলে বলতে পারব আমরা কঠিন সময় পার করেছি। তবে আমরা ভালোভাবে প্রস্তুত থাকব।

তিনি বলেন, ম্যাচগুলোতে মাঠে বিশেষ অডিওভিজুয়াল ব্যবহারের জন্য পরীক্ষা করা হচ্ছে। যাতে ম্যাচের বিভিন্ন মুহূর্তে গ্যালারিভর্তি দর্শকদের যেমন প্রতিক্রিয়া শোনা যায়, তা তুলে ধরা যায়।

দীর্ঘ বিরতির পর খেলা শুরু হলেও ম্যাচের সংখ্যা কমানো হবে না। চলতি মৌসুমে বাকি থাকা ৯২টি ম্যাচই অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন মেসি-গ্রিজম্যানরা। ৫৮ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে রয়েছে বার্সেলোনা। আর সমান ম্যাচ খেলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে। লা লিগার ১১ রাউন্ডের খেলা বাকি রয়েছে।

বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন