করোনায় মৃত্যুতে স্পেনকে ছাড়িয়ে গেল ব্রাজিল

বণিক বার্তা ডেস্ক

দাপ্তরিক হিসাব অনুযায়ী শুক্রবার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর দিক দিয়ে স্পেনকে ছাড়িয়ে গেছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। শুক্রবার পর্যন্ত দেশটিতে কভিড-১৯ সংক্রমণে মারা গেছে ২৭ হাজার ৮৭৮ জন। হিসেবে করোনায় সর্বোচ্চ মৃত্যুতে পঞ্চম স্থানে উঠে এসেছে ব্রাজিল। খবর এএফপি।

বর্তমানে নভেল করোনাভাইরাস সংক্রমণের উপকেন্দ্রে পরিণত হয়েছে দক্ষিণ আমেরিকা। প্রতিদিনই অঞ্চলটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছে হাজার ১২৪ জন। একই সঙ্গে শুক্রবার একদিনের হিসাবে নতুন করে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৯২৮ জন। নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা লাখ ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে করোনায় মৃত্যুর দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। এর পরই রয়েছে যুক্তরাজ্য, ইতালি ফ্রান্সের অবস্থান।

শুক্রবার পর্যন্ত ইউরোপের আরেক দেশ স্পেনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১২১ জনে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেশ দ্রুত কমছে। তবে ব্রাজিলের যে অবস্থা, তাতে খুব শিগগির দেশটি মৃত্যুতে ফ্রান্সকেও ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে। ফ্রান্সে মারা গেছে ২৮ হাজার ৭১৪ জন।

আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান। যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়ে গেছে। ব্রাজিলে এখন পর্যন্ত প্রতি ১০ লাখ মানুষের বিপরীতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৩১ দশমিক জন। হিসেবে প্রতি ১০ লাখে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৩০০ জন স্পেনে ৫৮০ জন।   

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন