ভাইরাসের কারণে সংকুচিত হবে কানাডার অভিবাসন

বণিক বার্তা ডেস্ক

২০২০ সালে বিপুলসংখ্যক অভিবাসী গ্রহণের আশা করেছিল কানাডা সরকার। কিন্তু বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে পরিস্থিতি পাল্টে গেছে। অবস্থায় অভিবাসী গ্রহণ করা হতে পারে আগের হিসাবের অর্ধেক। গত শুক্রবার প্রকাশিত এক গবেষণাপত্রে তথ্য উঠে এসেছে। খবর এএফপি।

মার্চে কানাডা সরকার ঘোষণা দিয়েছিল, তারা চলতি বছর দেশটিতে নতুন করে লাখ ৭০ হাজারের মতো মানুষকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। কিন্তু দ্য রয়েল ব্যাংক অব কানাডার গবেষণা বলছে, বর্তমান প্রেক্ষাপটে এত বিপুলসংখ্যক অভিবাসী গ্রহণ কানাডার পক্ষে সম্ভব হবে না। এর বিপরীতে দেশটিতে নতুন করে অভিবাসী প্রবেশ করতে পারবে লাখ ৭০ হাজারের কিছু কম। মূলত করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির মাত্র চারদিন আগে অটোয়া বছর বিপুলসংখ্যক অভিবাসী গ্রহণের পরিকল্পনার কথা ঘোষণা করে। কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অভিবাসন কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। এর আগে গত বছর কানাডা ২০১৯ সালে রেকর্ড লাখ ৪১ হাজার অভিবাসীকে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়।

দ্য রয়েল ব্যাংক অব কানাডার গবেষণাপত্রের লেখক অ্যান্ড্রু অ্যাগোপসোউইচ বলেন, আমরা আশা করছি বছর কানাডায় নতুন অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় কমে যাবে। ২০২১ সালের পরিস্থিতি নির্ভর করছে ভাইরাসের সংক্রমণ ভবিষ্যৎ নিয়ন্ত্রণের ওপর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন