ঈদের ছুটি শেষে ১০ লাখ গাড়ি ঢুকছে জাকার্তায়

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাস মহামারীর মধ্যে ঈদের ছুটি কাটিয়ে ফিরতি মানুষের ভিড়ে রাজধানী জাকার্তায় ১০ লাখ গাড়ি প্রবেশ করতে যাচ্ছে বলে মনে করছে কর্তৃপক্ষ। ক্যাবিনেট সেক্রেটারিয়েটের এক বিবৃতিতে বলা হচ্ছে, শনিবার থেকে সোমবারের মধ্যে মোটরসাইকেলসহ অন্যান্য গাড়ির সংখ্যা বাড়বে। খবর ব্লুমবার্গ।

গত বছর একই মৌসুমে ২৮ লাখ গাড়ির তুলনায় এবার অনেক কম। তবে ১০ লাখ গাড়ি অসংখ্য মানুষের আগমন নভেল করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। সংক্রমণ ঠেকাতে ফিরতি মানুষদের সরকার অনুরোধ করেছে তারা যেন ফিরতি সফরে আরো বিলম্ব করেন।

পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র অদিতা ইরাবতী এক বিবৃতিতে বলেন, বিভিন্ন চেক পয়েন্টে তারা তল্লাশি চৌকি বসিয়েছে নজরদারি বাড়িয়েছে। নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় সমুদ্রবন্দর বিমানবন্দরেও একই ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন