জি৭ সম্মেলনে ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান মেরকেলের

বণিক বার্তা ডেস্ক

জুনের শেষে ওয়াশিংটনে অনুষ্ঠেয় গ্রুপ অব সেভেন (জি৭) সম্মেলনে অংশ নিতে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে আমন্ত্রণ জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নভেল করোনাভাইরাস মহামারীতে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় জার্মান চ্যান্সেলর সেখানে উপস্থিত থাকতে পারবেন না বলে শনিবার নিশ্চিত করেন জার্মান সরকারের এক মুখপাত্র। খবর আল জাজিরা।

গত সপ্তাহে হোয়াইট হাউজে নভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে টাস্কফোর্সের নিয়মিত ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, লকডাউন থেকে বিশ্বব্যবস্থাকে বের করে নিয়ে আসার প্রথম ধাপ হবে জুনের জি৭ সম্মেলন। ওই সম্মেলনে সংগঠনটির অংশীদারদের সশরীরে উপস্থিত হওয়ার বিষয়টি উল্লেখ করে আমন্ত্রণ জানাবেন।

কিন্তু মেরকেল সেখানে উপস্থিত হতে অস্বীকৃতি জানান। তবে জি৭ সম্মেলনে আমন্ত্রণের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান জার্মান চ্যান্সেলর। বৈশ্বিক মহামারীর মধ্যে ওয়াশিংটনে গিয়ে ওই সম্মেলনে অংশ নেয়ার ব্যাপারে তিনি ব্যক্তিগতভাবে প্রস্তুত নন বলে নিশ্চিত করেছে সরকারি সূত্রগুলো।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন