পাম অয়েলের মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখছে এমপিওবি

বণিক বার্তা ডেস্ক

একদিকে নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে দেশে দেশে চাহিদা আমদানি কমে যাওয়া, অন্যদিকে ভারতের সঙ্গে রাজনৈতিক বিরোধে জড়িয়ে বাজার হারানো দুই সংকটে টালমাটাল অবস্থায় পড়েছে মালয়েশিয়ার পাম অয়েল খাত। রফতানি শ্লথ হয়ে এসে কমে গেছে পাম অয়েলের দাম। সংকটে পড়েছেন রফতানিমুখী খাতের সঙ্গে সম্পৃক্ত উৎপাদনকারী রফতানিকারকরা। তবে দ্রুতই পরিস্থিতি বদলাতে পারে। চীনসহ কয়েকটি দেশে মহামারী পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক হয়ে এসেছে। ভারতের সঙ্গেও রাজনৈতিক বিরোধ কমতির দিকে। পরিস্থিতি আগামী দিনগুলোয় মালয়েশীয় পাম অয়েলের দাম বাড়াতে পারে। পণ্যটির সর্বোচ্চ দাম টনপ্রতি হাজার ৪০০ রিঙ্গিত (মালয়েশীয় মুদ্রা) বা ৫৫১ ডলারের ওপরে উঠতে পারে। এমনটাই মনে করছেন মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) চেয়ারম্যান আহমেদ জাজলান ইয়াকুব।

বিদ্যমান চরম সংকটের মধ্যে সম্প্রতি এমপিওবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আহমেদ জাজলান। দাপ্তরিক দায়িত্ব পালনের শুরুতেই তিনি এক বিবৃতিতে বাজার পরিস্থিতি পরিবর্তনের আশার কথা শুনিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, পাম অয়েলের বাজারে ক্ষীণ হলেও আশার আলো দেখা যাচ্ছে। চীন ধীরে ধীরে আমদানি বাড়াচ্ছে। ভারতের সঙ্গেও বিরোধ কমে আসছে। পরিস্থিতি ভারতের বাজার ফিরে পাওয়ার ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে আগামী দিনগুলোয় পাম অয়েলের বাজার পরিস্থিতি করোনা-পূর্ববর্তী সময়ের মতো না হলেও বর্তমানের তুলনায় কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারে।


পাম অয়েলের মূল্যবৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়ে তিনি আরো বলেন, আগামী মাসের দিকে মালয়েশীয় পাম অয়েলের দাম টনপ্রতি হাজার ৩০০ রিঙ্গিত বা বর্তমান বিনিময় হার অনুযায়ী ৫২৮ ডলার ৩৭ সেন্টের ওপরে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পণ্যটির সর্বোচ্চ দাম টনপ্রতি হাজার ৪০০ রিঙ্গিত বা ৫৫১ ডলার ৩৪ সেন্ট ছাড়াবে না। বর্তমানে মালয়েশিয়ার বাজারে প্রতি টন পাম অয়েল হাজার ২৩০ ডলারের নিচে বিক্রি হচ্ছে।

এমপিওবির নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, করোনা মহামারী অন্যান্য খাতের মতো মালয়েশিয়ার পাম অয়েল শিল্পেও বড় ধরনের চ্যালেঞ্জের জন্ম দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র উৎপাদনকারী খামারিরা। দাম কমতির দিকে থাকায় অনেক ক্ষুদ্র উৎপাদনকারী আর্থিক লোকসানের শিকার হয়েছেন। তাদের উৎপাদনে ফিরে আসতে এমপিওবির পক্ষ থেকে সহায়তা দেয়া হবে। আর আগামীতে পাম অয়েলের দাম বাড়লে তারা উপকৃত হবেন।

তবে আগামী দিনগুলোয় আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের সম্ভাব্য মূল্যবৃদ্ধির পেছনে প্রভাবক হিসেব কাজ করতে পারে ভারত-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্কের গতিপ্রকৃতি। ভারত মালয়েশিয়ার চলমান বিরোধের শুরুটা মূলত রাজনৈতিক। গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুটো উদ্যোগ মালয়েশিয়ার সঙ্গে বিরোধের সূচনা করে। একটি ভারতের আলোচিত-সমালোচিত নাগরিকত্ব বিল। অন্যটি ভারতীয় সংবিধানে কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব করা। মোদি যখন দুটো উদ্যোগের বাস্তবায়ন করেন তখন মালয়েশিয়ায় ক্ষমতায় ছিলেন বর্ষীয়ান রাজনীতিক মাহাথির মোহাম্মদ। দেশটির প্রধানমন্ত্রী হিসেবে মাহাথির মুসলিম বিদ্বেষী উল্লেখ করে ভারত সরকারের দুটি উদ্যোগের তীব্র সমালোচনা করেন।

মাহাথিরের একের পর এক ভারত সরকারবিরোধী মন্তব্যের প্রতিবাদ করে নয়াদিল্লি। ভারত জানায়, মোদির এসব উদ্যোগ ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাই এসব বিষয়ে ভিনদেশী সরকারপ্রধানের তির্যক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে ভারত সরকারের এমন অবস্থানের পরও থামেননি মাহাথির। মোদির উদ্দেশ্যে একের পর এক সমালোচনার তীর ছুড়েছেন।

স্বাভাবিকভাবেই ইস্যুতে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে, যা এখনো চলমান। এর মধ্যে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে মালয়েশিয়ার মসনদে পালাবদল ঘটেছে। ক্ষমতা থেকে সরে গেছেন মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়ায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন। ক্ষমতায় এসেই মাহাথির সরকারের অবস্থান থেকে সরে এসে ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে মনোযোগ দিয়েছেন তিনি।

বিরোধ রাজনৈতিক হলেও শুরু থেকেই পণ্যবাজারে এর নেতিবাচক প্রভাব দেখা গেছে। ভারত মালয়েশীয় পাম অয়েলের অন্যতম প্রধান ক্রেতা। বিরোধের জের ধরে মালয়েশিয়া থেকে পণ্যটির আমদানি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনে নয়াদিল্লি। বিপরীতে ইন্দোনেশিয়া থেকে পাম অয়েল আমদানি বাড়ায় ভারত। এরপর দেশীয় শিল্প রক্ষার কথা বলে অপরিশোধিত পাম অয়েল আমদানি পুরোপুরি বন্ধ করতে ৩৯টি আমদানিকারক প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করে দেশটি। বিশ্লেষকদের মতে, উদ্যোগের পেছনে মালয়েশিয়ার সঙ্গে চলমান বিরোধ প্রভাবক হিসেবে কাজ করেছে।

ইন্দোনেশিয়ার পর মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক রফতানিকারক দেশ। দেশটির রফতানি আয়ের বড় একটি অংশ আসে পাম অয়েল থেকে। বিরোধের জের ধরে অন্যতম শীর্ষ রফতানি গন্তব্য ভারতে বাজার হিস্যা হারিয়ে পণ্যটির রফতানি খাতে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়েছে মালয়েশিয়া। দেশটির সরকার ভারতের সঙ্গে বিরোধ নিরসনে বাণিজ্যিক কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। বাণিজ্যিক উদ্যোগের অংশ হিসেবে ভারত থেকে চাল আমদানি কয়েক গুণ বাড়িয়েছে দেশটি। কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে কুয়ালালামপুর নয়াদিল্লির মধ্যে চলছে দফায় দফায় আলোচনা চিঠি চালাচালি। এসব উদ্যোগের ইতিবাচক ফলাফল প্রত্যাশা করছেন এমপিওবি চেয়ারম্যান আহমেদ জাজলান। মূলত কারণেই তিনি আগামী মাস নাগাদ মালয়েশীয় পাম অয়েলের মূল্যবৃদ্ধির সম্ভাবনার কথা শুনিয়েছেন।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন