মে মাসে জাপানের ভোক্তা আস্থা রেকর্ড সর্বনিম্নের কাছাকাছি

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরে এই প্রথম কিছুটা বাড়লেও মে মাসে জাপানের ভোক্তা আস্থা রেকর্ড সর্বনিম্নের কাছাকাছি রয়েছে। শুক্রবার প্রকাশিত সরকারি উপাত্তে তথ্য উঠে এসেছে। দেশব্যাপী জরুরি অবস্থা প্রত্যাহার হলেও নভেল করোনাভাইরাস মহামারীর প্রভাব যে এখনো অর্থনীতিতে রয়ে গেছে, তা স্পষ্ট হয়ে উঠেছে ভোক্তা আস্থার উপাত্তে। খবর কিয়োদো।

দুই বা ততোধিক সদস্যবিশিষ্ট জাপানের খানাগুলোয় গত মে মাসের মৌসুমভিত্তিক সমন্বিত ভোক্তা আস্থা সূচক ২৪ পয়েন্টে দাঁড়িয়েছে, যা গত এপ্রিলের রেকর্ড সর্বনিম্ন ২১ দশমিক পয়েন্ট থেকে কিছুটা বেশি। গত মাসে ভোক্তা আস্থায় কিছুটা উন্নতি হলেও ২০০৪ সালের এপ্রিলের পর তা দ্বিতীয় সর্বনিম্ন। সর্বশেষ বৈশ্বিক আর্থিক সংকটের জেরে ২০০৯ সালের জানুয়ারিতে ভোক্তা আস্থা দাঁড়িয়েছিল ২৭ দশমিক পয়েন্ট। সূচকটির মাধ্যমে পরবর্তী ছয় মাসে ভোক্তাদের অর্থনৈতিক প্রত্যাশার আভাস মেলে। ৫০ পয়েন্টের নিচের রিডিংয়ে আশাবাদের চেয়ে নৈরাশ্যের ইঙ্গিত পাওয়া যায়।

গত মে থেকে ২০ মের মধ্যে হাজার ৪০০টি খানায় ওই জরিপ পরিচালনা করা হয়েছিল যে খানাগুলোর মধ্যে হাজার ৯০২টি খানা ছিল এক সদস্যবিশিষ্ট। এক সরকারি কর্মকর্তা সাংবাদিকদের জানান, জরুরি অবস্থা প্রত্যাহারের ফলে ভোক্তা আস্থায় কিছুটা উন্নতি হয়েছে, তবে সার্বিক পরিস্থিতি এখনো মারাত্মক পর্যায়ে রয়েছে।

জরিপে ৭২ দশমিক শতাংশ খানা বলছে, চলতি বছরের সামনের দিনগুলোয় তারা ভোক্তামূল্য বৃদ্ধির সম্ভাবনা দেখছে। মাত্র ১১ দশমিক শতাংশ বলছে, তারা ভোক্তামূল্য কমার আশা করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন