চিকিৎসকদের জন্য এন৯৫ মাস্ক দিয়েছে যশোর ভ্যাট হাউজ

বণিক বার্তা প্রতিনিধি যশোর

যশোরের চিকিৎসকদের আমেরিকার তৈরি এন৯৫ মাস্ক সরবরাহ করেছে কাস্টম, এক্সাইজ ভ্যাট কমিশনারেট যশোর অফিস। সম্প্রতি তারা সিভিল সার্জন শেখ আবু শাহীনের কাছে ১৫০ পিস মাস্ক সরবরাহ করেন। সময় যুগ্ম কমিশনার ক্লাবের সহসভাপতি নাহিদ নওশাদ মুকুল উপস্থিত ছিলেন।

কাস্টম, এক্সাইজ ভ্যাট কমিশনারেট যশোর অফিসের কমিশনার মুহম্মদ জাকির হোসেন জানান, আমরা খেয়াল করলাম, যশোরের ডাক্তাররা যে মাস্ক পরে চিকিৎসা দিচ্ছেন, তা তাদের জন্য যথেষ্ট নিরাপদ নয়। তাই তাদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াসমাত্র। যশোর কাস্টমস ভ্যাট ক্লাব আমাদের করোনাযোদ্ধাদের পাশে থাকতে পেরে আনন্দিত, যদিও তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য।

কাস্টমস পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিভিল সার্জন ডা. আবু শাহীন বলেন, মাস্কগুলো তাদের সম্মুখযোদ্ধাদের সুরক্ষায় ব্যবহার করা হবে। তাদের আরো এমন উন্নততর সরঞ্জাম প্রয়োজন।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন