জনপদ রক্ষায় বাঁধ নির্মাণের পাশাপাশি বৃক্ষরোপণের বিকল্প নেই —পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জনপদ রক্ষায় বাঁধ নির্মাণের পাশাপাশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। গতকাল ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনা জেলার দাকোপ পাইকগাছা উপজেলার বটবুনিয়া, কামিনীবাসী, ঝালবুনিয়া, শোলাদানা বাজার, গরইখালী বাজার, কুমখালী, পাটকেলপোতা দেলুটি ইউনিয়নের কালীনগরের বাঁধ এলাকা পরিদর্শনকালে মন্তব্য করেন তিনি। পানিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আমি কয়রা, শ্যামনগর, আশাশুনি এলাকা ঘুরে দেখেছি, যেখানে গাছ ছিল সেখানে ভাঙন হয়নি, হলেও খুবই কম। যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই পুরো দেশবাসীর কাছে অনুরোধ করব, আপনারা নদী বা খালের পাড়ে গাছ লাগান, ঘরবাড়ি সংরক্ষিত থাকবে।

সময় খুলনা- আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, খুলনা- আসনের সংসদ সদস্য হুইপ পঞ্চানন বিশ্বাস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অতিরিক্ত মহাপরিচালক হাবীবুর রহমান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম, উপসচিব নুর আলম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, প্রধান প্রকৌশলী (খুলনা) মো. রফিক উল্লাহ, খুলনার নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন