সীমাবদ্ধতার মধ্যেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রেখেছে সরকার —নৌ প্রতিমন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি দিনাজপুর

নানা সীমাবদ্ধতার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রেখেছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

গতকাল দিনাজপুরের বোচাগঞ্জে মৌসুমি ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হূদয় দিয়ে দেশের মানুষকে অনুভব করেন। বঙ্গবন্ধুর পর বাংলাদেশের মানুষ এমন আপন নেতৃত্ব আর পায়নি। তিনি বাংলাদেশকে পুনরায় বিশ্ব আসনে সমাদৃত করেছেন।

খালিদ বলেন, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট অনুভব করেন বলেই দুই মাসেরও বেশি সময় ধরে ত্রাণ সহায়তা দিয়ে প্রধানমন্ত্রী দেশের খাদ্যাভাব দূর করেছেন। দেশে এখন কোনো অনাহারের কষ্ট নেই।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন বলেই বাংলাদেশের জনগণ শান্তিতে আছে। সীমাবদ্ধতার মধ্যেও করোনা সংক্রমণ তিনি নিয়ন্ত্রণে রেখেছেন। কারণে দেশের পরিস্থিতি উদ্বেগজনক নয়।

সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, পৌর মেয়র আব্দুস সবুর, আওয়ামী লীগ নেতা তৈমুর ইসলাম, শাহীনুর ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন