চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে বাণিজ্য বিরোধ নতুন মোড় নিয়েছে। সম্প্রতি হুয়াওয়েসহ চীনভিত্তিক কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নতুন করে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়ে চীনের পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে চীনের পক্ষ থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। খবর নিউইয়র্ক পোস্ট।

যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে টানা কয়েক বছর ধরে বাণিজ্য বিরোধ চলে আসছে। প্রযুক্তি, সুরক্ষা মানবাধিকার নিয়ে ক্রমবর্ধমান সংঘাতের সর্বশেষতম দফায় চীন নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্প প্রশাসনকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ করেছে। চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম সম্প্রদায়ের ওপর নিগ্রহে আটটি চীনা প্রতিষ্ঠান কাজ করছে বলে সেগুলোকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর বাইরে আরো ২৪টি সংস্থা সরকার-সংযুক্ত সংস্থার জন্য মার্কিন প্রযুক্তিতে অ্যাক্সেসের ওপর নিয়ন্ত্রণ    আরোপ করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন