নকিয়া ৮.৩ ফাইভজি

ফিনল্যান্ডভিত্তিক ডিভাইস নির্মাতা এইচএমডি গ্লোবাল গত মার্চে নকিয়া . ফাইভজি স্মার্টফোনের ঘোষণা দিয়েছিল। ডিভাইসটির সরবরাহ শুরু হবে আগামী জুলাই মাস থেকে। পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সমর্থিত প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইসের বিভিন্ন ফিচার স্পেসিফিকেশন নিয়ে আজকের আয়োজন

কাঠামো           :           অ্যালুমিনিয়াম কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৭১.৯ী৭৪.৬ী৯এমএম

নেটওয়ার্ক সমর্থন         :           জিএসএম, এইচএসপিএ, এলটিই ফাইভজি

সিম      :           ডুয়াল ন্যানো, ডুয়াল স্ট্যান্ডবাই

ডিসপ্লে :           দশমিক ৮১ ইঞ্চি আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন

ডিসপ্লে রেজল্যুশন       :           ১০৮০ী২৪০০ পিক্সেল

ওএস    :           অ্যান্ড্রয়েড ১০

চিপসেট           :           অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫

মেমোরি কার্ড   :           মাইক্রোএসডিএক্সসি ডেডিকেটেড স্লট

অভ্যন্তরীণ স্টোরেজ     :           গিগাবাইট র্যাম সংস্করণে ৬৪ এবং গিগাবাইট র্যাম সংস্করণে ১২৮ গিগাবাইট

রিয়ার ক্যামেরা :           ৮০ মেগাপিক্সেল কোয়াড

ফ্রন্ট ক্যামেরা   :           ২৪ মেগাপিক্সেল

কানেক্টিভিটি    :           ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি

সেন্সর  :           ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অ্যাকসেলেরোমিটার, প্রোক্সিমিটি, কম্পাস, ব্যারোমিটার

ব্যাটারি :           নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে

সূত্র: জিএসএম এরিনা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন