জ্যাক মোটরসের ৫০ শতাংশ শেয়ার কিনবে ফক্সওয়াগন

বণিক বার্তা ডেস্ক

চীনা রাষ্ট্রায়ত্ত মোটরগাড়ি বাণিজ্যিক যান নির্মাতা আনহুই জিয়াংহুয়াই অটোমোবাইল গ্রুপ হোল্ডিংস লিমিটেডের ৫০ শতাংশ শেয়ার কিনে নিতে চাইছে জার্মান গাড়ি নির্মাতা ফক্সওয়াগন। বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার ধীরে ধীরে করোনার নেতিবাচক প্রভাব থেকে মুক্ত হতে শুরু করায় সেখানে অবস্থান সুসংহত করতে চাইছে তারা। খবর ব্লুমবার্গ।

স্টক এক্সচেঞ্জে দাখিল করা নথিতে জিয়াংহুয়াইয়ের তালিকাভুক্ত ইউনিট বা জ্যাক মোটরস জানিয়েছে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে চুক্তি চূড়ান্ত হতে পারে। তবে শেয়ার কিনতে ফক্সওয়াগনের কত খরচ হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

গত এক মাসে জ্যাক মোটরসের শেয়ারদর বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এতে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় হাজার ৭০০ কোটি ইউয়ান (২৪০ কোটি ডলার)

নভেল করোনাভাইরাসের কারণে ইউরোপ যুক্তরাষ্ট্রে গাড়ির চাহিদা এখনো পড়তির দিকে থাকলেও চীন ধাক্কা সামলে নিয়েছে। সেখানে চাহিদা আবার বাড়ার আভাস পাওয়া যাচ্ছে। কারণেই চীনের বাজারে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছে ফক্সওয়াগন। এক্ষেত্রে তারা অনেকটা বিএমডব্লিউর পদাঙ্ক অনুসরণ করছে। কিছুদিন আগে বিএমডব্লিউ তাদের যৌথ উদ্যোগ ব্রিলিয়্যান্স চায়না অটোমোটিভ হোল্ডিংস লিমিটেডের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের ঘোষণা দিয়েছে।

জ্যাক মোটরস চীনে ফক্সওয়াগনের সবচেয়ে ছোট ব্যবসায়িক অংশীদার। জার্মান কোম্পানিটির চীনে সবচেয়ে বেশি সম্পৃক্ততা রয়েছে এসএআইসি মোটর করপোরেশন চায়না এফএডব্লিউ গ্রুপের সঙ্গে।

ফক্সওয়াগন জ্যাক মোটরসের অর্ধেক শেয়ার নিলে বাকি ৫০ শতাংশ শেয়ার থাকবে আনহুই প্রদেশের স্থানীয় সরকারের হাতে। জিয়াংহুয়াইয়ের সঙ্গে চুক্তির পর ফক্সওয়াগন কোম্পানি দুটির যৌথ উদ্যোগে নিজেদের অংশীদারিত্ব ৭৫ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন