সাড়ে ৪ লাখ ওমরা যাত্রীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ওমরা হজ করতে যাওয়া প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষকে তাদের নিজ নিজ দেশে নিরাপদে পৌঁছে দিতে সাহায্য করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সর্বশেষ ঈদের ৫ দিনের ছুটিতে বিশেষ ফ্লাইটে ৬০ হাজার হজযাত্রীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি আরবে গত ১৫ মার্চ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়ার পর ওমরাহ হজযাত্রীদের দেশে ফেরাতে এই প্রথম বিমান ওড়ে।
 
আটকে পড়া দেড় হাজার ওমরা হজযাত্রী সৌদি আরবের পররাষ্ট্র, স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এপ্রিলে নিজ দেশে ফিরে গেছেন।
এছাড়া মদিনায় আটকে পড়া ৪০ হাজার হজযাত্রীকে মক্কায় এনে তাদের ওমরাহ হজ সম্পন্ন করতে সহযোগিতা করেছে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

এখানেই শেষ নয়। প্রায় ২ হাজার হজযাত্রীকে আতিথ্য দিচ্ছে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় এসব হজযাত্রী নিজ নিজ দেশে ফিরতে পারছেন না। এ তালিকায় আছেন বাংলাদেশের হজযাত্রীও।

পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত ওমরাহ হজ কিংবা আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে।

সূত্র: আরব নিউজ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন