ময়মনসিংহে সবচেয়ে বেশি করোনা রোগী সদরে

বণিক বার্তা প্রতিনিধি ময়মনসিংহ

ময়মনসিংহে দিন দিন নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গতকাল পর্যন্ত জেলায় ৪০৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫০ জনই সদর উপজেলার। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ময়মনসিংহ প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত এপ্রিল। গতকাল পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে হাজার ৯৮৮টি। এর মধ্যে নভেল করোনাভাইরাস পাওয়া গেছে ৪০৫টি নমুনায়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৩০ জন নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। উপসর্গ নিয়ে ২০ জন রোগী প্রাতিষ্ঠানিক আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। গতকাল পর্যন্ত ১৪৭ জন সুস্থ হয়েছেন। এছাড়া দুজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন সদর উপজেলায়। উপজেলায় ২৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৫৪ জনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী। এছাড়া গফরগাঁও উপজেলায় ২৯, ভালুকায় ২৩, ঈশ্বরগঞ্জে ১৯, ধোবাউড়ায় ১৯, ফুলপুরে ১৪, মুক্তাগাছায় ১৩ ফুলবাড়িয়ায় ১২ জন করোনা রোগী আছেন। সদর ছাড়া অন্য ১২টি উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫৫ জন।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন