বাগেরহাটে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

বণিক বার্তা প্রতিনিধি বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে বাদশা সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার বিকালে উপজেলার গাংনী রহমতপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। সময় আহত হন আরো ১৪ জন।

নিহত বাদশা সরদার গাংনী রহমতপাড়া এলাকার সালেক সরদারের ছেলে।

পুলিশ স্থানীয় সূত্র জানায়, ঈদের দিন সকালে স্থানীয় ঈদগাহ মাঠে ঘুড়ি ওড়ানো নিয়ে গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সমর্থক জসীম কিছু ছেলেকে মারধর করে। খবর পেয়ে সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের সমর্থকরা এসে জসীমকে মারধর করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জেরে শহিদুল ইসলামের সমর্থকরা জাকিরের সমর্থক মিজানুর রহমানকে মারধর করলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার বিকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জাকির হোসেনের সমর্থক বাদশা সরদার নিহত হন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাদশা সরদার নামে একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফের সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন