ধরলায় নৌকা ডুবে নিহত ৪

বণিক বার্তা প্রতিনিধি কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে ধরলা নদীতে নৌকা ডুবে চারজন নিহত হয়েছেন। গত বুধবার বিকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। এর প্রায় ১৮ ঘণ্টা পর গতকাল সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন দুর্গাপুর ইউনিয়নের গোড়াই এলাকার নুরু (৬০), আমেনা (৬১), জব্বার আলী (৪৫) কমর জামান (৪২)

স্থানীয়রা জানায়, গত বুধবার বিকাল ৫টার দিকে নুরুর মেয়ের বিয়ের বৌভাত খেয়ে ৫০ জন মানুষ একটি নৌকায় করে সাতভিটা থেকে কাশিমবাজারে ফিরছিলেন। পথে ধরলা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। সময় বাকিদের উদ্ধার করা গেলেও চারজন নিখোঁজ হন। গতকাল রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল থেকে অভিযান চালিয়ে ধরলা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মনোরঞ্জন সেন জানান, কুড়িগ্রামে কোনো ডুবুরি না থাকায় রংপুর থেকে আসা ডুবুরি দলের মাধ্যমে গতকাল সকাল থেকে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থলে আসেন কুড়িগ্রাম- আসনের সংসদ সদস্য এমএ মতিন। তিনি জানান, ঘটনায় আমরা মর্মাহত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন