এপ্রিলে জাপানি গাড়ি কোম্পানিগুলোর বৈশ্বিক নির্মাণ কমেছে ৬১%

বণিক বার্তা ডেস্ক

গত এপ্রিলে জাপানের প্রধান আটটি গাড়ি নির্মাতা কোম্পানির বৈশ্বিক গাড়ি নির্মাণ ৬০ দশমিক শতাংশ কমে লাখ ১৬ হাজার ২৫৫ ইউনিটে দাঁড়িয়েছে। গতকাল গাড়ি কোম্পানিগুলোর প্রকাশিত উপাত্তে তথ্য উঠে এসেছে। নভেল করোনাভাইরাস মহামারী ঠেকাতে বিশ্বজুড়ে লকডাউন এবং বেশির ভাগ কারখানা বন্ধ থাকায় গাড়ি ব্যবসায় বড় আকারের ধস নেমেছে। খবর কিয়োদো।

শীর্ষ আট জাপানি কোম্পানির সম্মিলিত অভ্যন্তরীণ গাড়ি নির্মাণ ৪৬ দশমিক শতাংশ কমে লাখ ১২ হাজার ৫৮৭ ইউনিটে দাঁড়িয়েছে। জাপানের বৃহত্তম গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা মোটর করপোরেশন গতকাল জানায়, এপ্রিলে তাদের বৈশ্বিক গাড়ি নির্মাণ গত বছরের একই সময়ের চেয়ে ৫০ দশমিক শতাংশ কমে লাখ ৭৯ হাজার ৯৩টিতে দাঁড়িয়েছে।

নভেল করোনাভাইরাস মহামারীর কারণে উত্তর আমেরিকা লাতিন আমেরিকার সব কারখানা গত এপ্রিলে বন্ধ থাকায় সেখানে গাড়ি নির্মাণ একেবারে শূন্যের কোটায় নেমে এসেছে। ইউরোপে ফ্রান্সের একটি কারখানায় মাত্র ৫৭৭টি গাড়ি নির্মাণ করেছে টয়োটা, যা গত বছরের একই মাসের তুলনায় ৯৯ দশমিক শতাংশ কম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন