ভারত-চীন সীমান্ত বিরোধ মেটাতে মধ্যস্থতায় আগ্রহী ট্রাম্প

বণিক বার্তা ডেস্ক

আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় লিখেছেন, আমরা ভারত ও চীনকে জানিয়েছি যে তাদের মধ্যে চলমান উত্তপ্ত সীমান্ত বিরোধ বিষয়ে মধ্যস্থতা করতে যুক্তরাষ্ট্র আগ্রহী এবং সে সক্ষমতা ও ইচ্ছা যুক্তরাষ্ট্রের রয়েছে। ধন্যবাদ!

ভারত ও চীনের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে ট্রাম্প টুইট করে জানালেন যে তিনি প্রতিবেশী দেশ দুটির মধ্যে সমঝোতা করতে আগ্রহী। 

সম্প্রতি লাদাখে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসিতে ভারত ও চীনের সেনাদের মুখোমুখি অবস্থানের পরিপ্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনার মধ্যে ট্রাম্প এ টুইট করেছেন। 

লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর লাদাখ ও উত্তর সিকিমে ভারত ও চীন উভয় দেশই তাদের সেনা সমাবেশ বৃদ্ধি করেছে। দেশ দুটি যে ধীরে ধীরে কঠোর অবস্থানে যাচ্ছে সেটা স্পষ্ট হচ্ছে, বাড়ছে যুদ্ধের আশংকাও। গত দুই সপ্তাহে ভারতীয় ও চীনা সেনারা কয়েক দফায় মুখোমুখি অবস্থান গ্রহণ করে। 

ভারত ও চীনের মধ্যে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল নামে পরিচিত সীমান্ত প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দীর্ঘ। 

অন্যদিকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা আছে, বিশেষত যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কর্তৃক বিতর্কিত দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীতে টহল দেয়া নিয়ে।  

আর সম্প্রতি নভেল করোনাভাইরাসের উৎপত্তি নিয়েও বেশ কয়েকবার তর্কে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের প্রশাসন। 

সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন