স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা জারি

৫০ শয্যার হাসপাতাল হলেই দিতে হবে কভিড-১৯ এর চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক

৫০ শয্যার হাসপাতাল হলেই কভিড-১৯ রোগীদের চিকিৎসা দিতে হবে বলে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ মে জারি করা এক নির্দেশনায় আরো বলা হয়েছে, এসব হাসপাতালে করোনা উপসর্গ ছাড়া অন্য রোগীদের জন্য পৃথক ব্যবস্থা রাখতে হবে।

দেশে কভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হল। কভিড ও নন-কোভিড রোগীদের চিকিৎসায় ভোগান্তি এড়াতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনায় বলা হয়েছে, সরকারি-বেসরকারি সকল হাসপাতালে ৫০ বা তার বেশি শয্যা থাকলেই তাদের কভিড এবং নন-কভিড রোগীদের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাব মতো দেশের কভিড-১৯ এবং নন-কোভিড রোগীদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে এই নির্দেশনা জারি হলো।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন