করোনায় চট্টগ্রামে ওয়ার্ড কাউন্সিলর মাজহারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম (৬৮) মারা গেছেন। আজ মঙ্গলবার রাত ৯ টার দিকে রাজধানীর আনোয়ার খান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চট্টগ্রামের ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউক জানান, গত সপ্তাহে চট্টগ্রামে করোনা টেস্ট করিয়েছিলেন কাউন্সিলর মাজহারুল ইসলাম। তবে তার করোনা নেগেটিভ আসে। পরবর্তীতে তার সন্দেহ হলে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চলে যান। তার ছেলেও ডাক্তার হওয়ায় সেখানে টেষ্ট করলে করোনা ফলাফল পজিটিভ আসে। পরবর্তীতে আনোয়ার খান হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থেকে আজকে রাতে মারা গেছেন।

প্রসঙ্গত, মাজহারুল ইসলাম ২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। তিনি সদরঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন