বীকন ফার্মার এমডি সংসদ সদস্য এবাদুল কভিড-১৯ আক্রান্ত

বণিক বার্তা অনলাইন

বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তার বড় ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম গণমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন।

ওবায়দুল করিম জানান, গেল পাঁচদিন আগেই এবাদুল করিম বুলবুলের করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকে তিনি বাসাতেই থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা ভালো আছে বলেও জানান ওবায়দুল করিম।

এবাদুল করিম বীকন ফার্মা ছাড়াও আবাসন খাতের প্রতিষ্ঠান বীকন ডেভেলপমেন্টস লিমিটেড এবং বীকন পয়েন্ট লিমিটেডেরও ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় ওরিয়ন গ্রুপ ছাড়াও রয়েছে কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৭ সালে যাত্রা শুরু করা বীকন ফার্মা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। প্রতিষ্ঠানটি ২০০ শতাধিক জেনেরিক ওষুধ এবং ক্যান্সারের ৬৫টি ওষুধ উৎপাদন করে। যা এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশে রফতানি হয়। প্রায় ২ হাজার কর্মী এ কোম্পানিতে কাজ করছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন