নিলুফার মঞ্জুরকে বনানী কবরস্থানে দাফন

নিজস্ব প্রতিবেদক

করোনায় প্রাণ হারানো শিক্ষাবিদ নিলুফার মঞ্জুরকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। বেসরকারি সংস্থা আল-মারকাজুল ইসলামি জানাজা ও দাফনকাজে সহায়তা করে। দাফনকালে পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর।

এর আগে মঙ্গলবার ভোররাতের দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান নিলুফার মঞ্জুর। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তার স্বামী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীও কভিড-১৯ আক্রান্ত। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিলুফার মঞ্জুর রাজধানীর সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন তিনি। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত। তার বাবা ডা. মফিজ আলী চৌধুরী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন ১৯৭২ সালের মন্ত্রিসভার সদস্য।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন