কভিড-১৯

যুক্তরাজ্যের তালিকা সংশোধন, এক লাফে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার

বণিক বার্তা অনলাইন

সরকারি হিসাবে যুক্তরাজ্যে এতদিন নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) মৃতের সংখ্যা ছিল ৩৬ হাজার ৯৯৬। করোনাভাইসের কারণে মৃত ব্যক্তিদের তালিকায় আজ কিছুটা সংশোধন এনেছে দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স (ওএনএস)। এতে দাবি করা হয়েছে, ব্রিটেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৪৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা দেশটির সরকারি তথ্যের তুলনায় প্রায় ৯ হাজার বেশি। ওএনএস যুক্তরাজ্যে করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের মৃত্যু সনদ দেয়ার কাজটি করছে।

যুক্তরাজ্যে হঠাৎ করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় মূল অবদান ওয়েলস, নর্দান আইসল্যান্ড ও স্কটল্যান্ড অঙ্গরাজ্যের পরিসংখ্যান। ১৫ থেকে ২০ মের মধ্যে এসব অঙ্গরাজ্য মৃতদের যেসব তালিকা প্রকাশ করেছিল, তাতে কিছুটা সংশোধন করেছে ওএনএস।

সরকারি হিসাবে এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬২ হাজার মানুষ। মারা গেছেন ৩৬ হাজার ৯৯৬ জন।
করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে ব্রিটেনের অবস্থান চতুর্থ। দেশটির কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের দাবি করছিলেন। তবে ওএনএসের নতুন পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। যদি নতুন পরিসংখ্যানটি সরকারিভাবে ব্রিটেনে করোনায় মৃত্যুর তথ্য হিসেবে ঘোষণা করা হয়, তাহলে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে এমন মন্তব্য ধোপে টিকবে না।

করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের তালিকা করতে যুক্তরাজ্যের মতোই হিমশিম খাচ্ছে ইউরোপের আরেক দেশ স্পেন। সেখানেও করোনাভাইরাসে মৃতদের তালিকা সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। নতুন এক পরিসংখ্যানে স্পেনের কর্মকর্তারা দেখিয়েছেন, করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের নাম কিছু কিছু ক্ষেত্রে দুবার তালিকায় ওঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন