কভিড-১৯ আক্রান্ত সানবিমস স্কুলের অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা নিলুফার মঞ্জুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

আজ মঙ্গলবার শেষ রাতের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এমসিসিআই-এর সেক্রেটারি জেনারেল ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি একটি শোকবার্তাও পাঠিয়েছেন।

তার স্বামী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীও কভিড-১৯ আক্রান্ত। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিলুফার মঞ্জুর রাজধানীর সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। ১৯৭৪ সালে ইংরেজী মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন তিনি। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত। তার বাবা ডা. মফিজ আলী চৌধুরী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন ১৯৭২ সালের মন্ত্রিসভার সদস্য।

স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল সোমবার দেয়া হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে মোট কভিড-১৯ আক্রান্ত শনাক্ত ৩৫ হাজার ৫৮৫ জন। এর মধ্যে মারা গেছেন ৫০১ জন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন